বান্দরবানে ৩৪টি জাল নোটসহ যুবক গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/21/photo-1490056655.jpg)
বান্দরবানে এক হাজার টাকার ৩৪টি জাল নোটসহ মিন্টু দাশ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জাল নোটের ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, জেলা সদরের মধ্যমপাড়ার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পাঁচটি এক হাজার টাকার জাল নোটসহ মিন্টু দাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।
পরে মিন্টু দাশের দেওয়া তথ্যঅনুযায়ী জাল নোটের আরো দুই ব্যবসায়ী নাজিম ও সাহাবউদ্দিনকে আটকে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ওই বাসা থেকে আরো ২৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। তবে মিন্টু দাশের সহযোগীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
রফিক উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি অনেকদিন ধরেই বান্দরবান, চট্টগ্রামসহ আশপাশের এলাকাগুলোতে জাল নোটের ব্যবসা করছেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।