বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা অনন্য
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশমাতৃকার সেবার পাশাপাশি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭২তম দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৩তম স্পেশাল কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ভাটিয়ারি বিএমএ চত্বরে কুচকাওয়াজ পরিদর্শন, আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন জেনারেল দলবীর সিং। এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সফিকুর রহমান ও বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার উপস্থিত ছিলেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে ১৩৪ ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১১৪ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৪৩ তম বিএমএ স্পেশাল কোর্সে সাতজন ক্যাডেট রয়েছেন।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আসিফ আহমেদ ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট ও সোর্ড অব অনার লাভ করেন। একই সঙ্গে সাময়িক বিষয়ে কৃতিত্বের জন্য তিনি সেনাপ্রধানের স্বর্ণপদক লাভ করেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন মিশনের কূটনীতিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।