মুজাহিদের ফাঁসির রায় বহালে খুশি ফরিদপুরবাসী
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় খুশি তাঁর নিজ জেলা ফরিদপুরের বাসিন্দারা। তাঁরা ফরিদপুর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেন। লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া মুজাহিদের কুশ পুত্তলিকা পোড়ানো হয়।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানা সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়। পরে নেতা-কর্মীরা মুজাহিদের কুশ পুত্তলিকা পুড়িয়েছে।