লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিটের শিক্ষকের ওপর হামলা, বিক্ষোভ
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ মঙ্গলবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে সোমবার বিকেল ৫টায় বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখু (২৫) ও তার সহযোগীরা শিক্ষক সুব্রত সাহার ওপর অতর্কিত হামলা চালায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় আহত শিক্ষক চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সুব্রত সাহা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান। হামলা মামলার প্রধান আসামি দুখুর বাড়ি সদর উপজেলার লাহারকান্দি গ্রামে।
শিক্ষকের ওপর হামলার পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন।
শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, শিক্ষক নোমান আলী সোহেল, নাসির উদ্দিন, আবুল বশর, তাপস চন্দ্রপালসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন শেষে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষকরা জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সঙ্গে দেখা করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, ‘শিক্ষককে মারধর করার বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি।’
শিক্ষক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালে জুয়েল মিয়া দুখু নামের এক যুবক কয়েকজন বহিরাগতসহ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁকে বাধা দিলে সুব্রত সাহাকে মারধরের হুমকি দিয়ে তিনি ক্যাম্পাস থেকে বের হয়ে যান। পরীক্ষা শেষে বিকেলে কলেজ থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে বখাটে দুখু ও তার সহযোগীরা গতিরোধ করে শিক্ষককে মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী শিক্ষকরা সুব্রত সাহাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যান।
সুব্রত সাহা বলেন, ‘পরীক্ষা চলার সময় দুখুসহ কয়েকজনকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কলেজ শেষে বাসায় যাওয়ার পথে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেননি ওসি।