বাবাকে হত্যার অভিযোগে ছেলেসহ পুত্রবধূ আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেন (৬৫) নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারিবাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।
প্রত্যক্ষদর্শী মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ছেলে ইউসুফের স্ত্রী শিউলির সঙ্গে ননদ আকলিমার ঝগড়া বাধে। এ সময় বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলের ঘুষি ও ধাক্কায় পড়ে গিয়ে মারা যান।
নিহত আকবর হোসেনের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে মারা গেলেন।
বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছিল। এরই মধ্যে ছেলে-মেয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল।
এ বিষয়ে ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।