সেই নারী পুলিশকে ধর্ষণের আলামত মিলেছে
রাজধানীতে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসক। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওআইসি) জানায়, নারী পুলিশ সদস্যের ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত মিলেছে। মঙ্গলবার প্রতিবেদনটি হাতে এসেছে।’
তবে গণধর্ষণ নাকি ধর্ষণের আলামত মিলেছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ওআইসি।
গত ১৩ জুন রাজধানীর তুরাগ থানায় কর্মরত এক নারী পুলিশ সদস্য তাঁর সাবেক স্বামী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনেন। নারী পুলিশ সদস্যের সাবেক স্বামী খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
ওই নারী পুলিশ সদস্যের ভাই বলেন, ২০১১ সালে তাঁর বোনের বিয়ে হয় খিলগাঁও থানায় কর্মরত ওই এএসআইয়ের সঙ্গে। ২০১৪ সালে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁদের ঘরে একটি সন্তানও রয়েছে। গত ১০ জুন বিকেল ৪টার দিকে এএসআই ফোন করে তাঁর বোনকে সব ঝামেলা মিটিয়ে নতুন করে সংসার করার কথা বলেন। পরে তাঁর বোন কথামতো সেদিনই বাসায় গেলে এএসআই এবং তাঁর কয়েকজন সহযোগী মিলে বোনকে ধর্ষণ করেন। এর পরের দিন (বৃহস্পতিবার) ১১ জুন এ ঘটনায় খিলগাঁও থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
গত শুক্রবার (১২ জুন) রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য তাঁকে পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।