মাটিরাঙায় রেশনের দাবিতে সড়ক অবরোধ
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাতটি গুচ্ছগ্রামে বকেয়া রেশন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে গুচ্ছগ্রামের বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে মাটিরাঙার তবলছড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে উপজেলার কলাবাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাটিরাঙা তবলছড়ি চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে খাগড়াছড়ির সাথে ঢাকা-চট্টগ্রাম-ফেনীসহ সারা দেশের সড়ক যোগাযোগ আড়াই ঘণ্টা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার দুই পাশে আটকাপড়ে কয়েকশ যাত্রীবাহী যানবাহন।
এ সময় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। সাড়ে ১২টার দিকে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল আগামী রোববারের মধ্যে রেশন বিতরণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা, রমিজ উদ্দিন, শওকত আকবর প্রমুখ। বক্তারা, অবিলম্বে বকেয়া রেশন পরিশোধ ও পৌর কাউন্সিলর নুরুল ইসলামের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মাটিরাঙার ১৭টি গুচ্ছগ্রামের বাসিন্দাদের রেশনের বরাদ্দ দেওয়া হয়। পরে প্রকল্পটির সাবেক চেয়ারম্যানদের হাইকোর্টে দায়ের করা রিটের কারণে সাত গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ফলে রেশন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে সাত গুচ্ছগ্রামের দুই হাজার ৪০৪টি কার্ডধারী পরিবার।