বান্দরবানে মারমা দম্পতিকে গলা কেটে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/25/photo-1490422154.jpg)
বান্দরবানের লামায় আজ ভোররাতে মারমা দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়। ছবি : এনটিভি
বান্দরবানের লামা উপজেলায় মারমা নৃগোষ্ঠীর দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংগাছা ছোটপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ক্যহ্লাচিং মারমা (৭০) ও তাঁর স্ত্রী চিংহ্লানী মারমা (৫০)। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মারমা দম্পতিকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে বলা যাবে।