সংগীত সাধক ওস্তাদ সাইমুদ আর নেই
শাস্ত্রীয় সংগীতের সাধক ওস্তাদ সাইমুদ আলী খান (৮২) শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
আজ রাতে এই সংগীত সাধকের জানাজা স্থানীয় তফিউদ্দীন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সাইমুদ আলীর বাড়ি দিনাজপুরের উপশহরে।
সামুদ আলী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওস্তাদ সাইমুদ আলী খান ১৯৩৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার আড়াইডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর দুর্বলতা ছিল। ৩০ বছর ধরে তিনি ভারতবর্ষের বিভিন্ন শাস্ত্রীয় সংগীতগুরুর কাছে তালিম নেন। তিনি বিভিন্ন সময় উচ্চাঙ্গ সংগীতের ওপর পুরস্কার ও বিভিন্ন সম্মাননা পান। বাংলাদেশসহ ভারতবর্ষে তাঁর প্রচুর ভক্ত ও শ্রোতা রয়েছে। তাঁর হাতে গড়া অসংখ্য শিল্পী দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছেন।

ফারুক হোসেন, দিনাজপুর