মাগুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকায় মুক্তিমঞ্চ ফাউন্ডেশন নামে একটি সংস্থার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ইয়ারুল ইসলাম এরুন (৪৫)। তাঁর বাড়ি মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের পাশেই।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম মিরাজ জানান, সকালে আবালপুর গ্রামের মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের টিনশেডের একটি কক্ষ থেকে নৈশপ্রহরী ইয়ারুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের পাঁচ থেকে ছয়টি আঘাতের চিহ্ন আছে। গতকাল সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। কেন তাঁকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে।
এসআই আরো জানান, ইয়ারুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ব্যবস্থাপক তারিকুল ইসলাম জানান, নিহত ইয়ারুল ইসলামের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না।
নিহত ইয়ারুলের ভাই দেলোয়ার হোসেন জানান, ইয়ারুল ইসলাম দুই বছর ধরে মুক্তিমঞ্চ ফাউন্ডেশনে নৈশপ্রহরী হিসেবে চাকরি করছিলেন। তাঁর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।