গুইমারায় উচ্চ শিক্ষার যাত্রা শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/17/photo-1434559362.jpg)
পিছিয়ে পড়া খাগড়াছড়ির গুইমারায় উচ্চ শিক্ষার দুয়ার খুলে দিতে স্থাপন করা হয়েছে ‘গুইমারা কলেজ’ নামের নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সফিকুর রহমান।
এ সময় স্থানীয় শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ তৈরিসহ সুন্দর ভবিষ্যৎ গড়তে এ কলেজ মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে জিওসি বলেন, ‘আজকের পিছিয়েপড়া এ গুইমারা শিক্ষার আলোয় আলোকিত হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই পাহাড়ের পশ্চাদপদ এ গুইমারা অগ্রসরমান অঞ্চলে পরিণত হবে।’
সফিকুর রহমান বলেন, উন্নয়নের যে নতুন ধারা সূচিত হলো তা এগিয়ে নেওয়ার দায়িত্ব সব পর্যায়ের জনপ্রতিনিধিসহ স্থানীয়দের। সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ‘গুইমারা কলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে এখানকার মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়েছে তা এখানকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল বাতেন খান, সিন্ধুকছড়ি জোন কমান্ডার ও গুইমারা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল মো. রাব্বি আহসান, গুইমারা রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকিব, মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা, কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমাসহ নির্বাচিত জনপতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফলক উন্মোচনের পর তিনি কলেজের বিভিন্ন শ্রেণিতে ঘুরে শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করে এখানকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য শিক্ষানুরাগী কুমিন্দ্র কুমার ত্রিপুরাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কলেজ প্রতিষ্ঠার ফলে গুইমারা ও পার্শ্ববর্তী এলাকার পিছিয়েপড়া জনগোষ্ঠী এবার ঘরে বসেই শিক্ষা লাভের সুযোগ পাবে।
গত ১৪ মে গুইমারা রিজিয়ন সদর দপ্তরে গুইমারা রিজিয়নের আওতাধীন উপজেলাগুলোর জনপ্রতিনিধি, পদস্থ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে গুইমারা কলেজ প্রতিষ্ঠা এবং কার্যক্রম শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া করা হয়।
২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সফিকুর রহমান কলেজের তহবিলে এক লাখ টাকা অনুদান দেন।