জয়ী সাক্কুকে খালেদা জিয়ার অভিনন্দন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে জয়ী মনিরুল হক সাক্কুকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাতে জয়ের খবর পাওয়ার পর অভিনন্দন জানান খালেদা জিয়া। একই সঙ্গে মনিরুল হক সাক্কুকে মেয়র হিসেবে পুনরায় বিজয়ী করার জন্য সিটি করপোরেশনের জনগণ ও ভোটারদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।
দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তা ছাড়া কুসিক নির্বাচনে কর্তব্যরত সব গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনদের প্রতিও কষ্ট স্বীকার করে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়া।
নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী।