সংলাপ নয়, বিচার হবে : প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423635714.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।
আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সংলাপ কার সাথে? হত্যাকারীর সাথে? আগুনে যে পুড়িয়ে মারে, তার সাথে? আমি তো গিয়েছিলাম, খালেদা জিয়ার ছেলে মারা গেল, (তখন) সহানুভূতি জানাতে। গেট বন্ধ করে রাখল, আমাকে যেতে দেয়নি। আমাকে যেভাবে অপমান করেছে, এই যে যারা সংলাপকারী, তারা কি দ্বিতীয়বার যাবে নাকি? আরে খুনির সাথে আবার কিসের কথা?’
যেসব বিশিষ্ট নাগরিক আলোচনার উদ্যোগ নিচ্ছেন, তাঁদের সমালোচনা করেন শেখ হাসিনা। আগে হত্যাকাণ্ড বন্ধ করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি হরতাল সহিংসতার খবর সংবাদমাধ্যমে প্রচার না করার জন্যও বলেন।
প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, জঙ্গিবাদের বিচার যেভাবে হয়, এসব সন্ত্রাসের হুকুমদাতা, অর্থের জোগানদাতা ও যারা করছে, তাদের বিচারও সেভাবেই হবে।
শেখ হাসিনা বলেন, ‘কিছু লোকের একটা খেলা শুরু হয়েছে। তারা চোখে দেখে না যে একজন সন্ত্রাস করে যাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে। সেখানে আমার অপরাধটা কী?’ তিনি বলেন, ‘এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনীতি দায়ী নয়, কারণ এগুলো কোনো রাজনীতিই নয়। যারা একে রাজনীতি বলেন, তারা ভুল। এসব নির্মূল করতে যা যা করার দরকার, আমরা তা করব।’
সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের ধরিয়ে দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৬৩ জনের প্রতিজনকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।