গাইতে নিষেধ করায় ছাত্রের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

ক্লাসরুমে টেবিল চাপড়ে গান গাইতে নিষেধ করায় ক্ষিপ্ত ছাত্রদের হামলার শিকার হয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মো. ইকবাল মঈজ। বৃহস্পতিবার দুপুরে কলেজের একটি কক্ষে এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়ার নেতৃত্বে আরো সাত-আট ছাত্র এ হামলা করে বলে জানিয়েছেন অধ্যক্ষ। বাকি ছাত্রদের পরিচয় জানা যায়নি।
ঘটনার ভুক্তভোগী অধ্যক্ষ সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে নিচতলার ১৩০ নম্বর কক্ষে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন সবুজ সহপাঠীদের নিয়ে ওই কক্ষে টেবিল চাপড়ে গান গাইতে ছিল। পাশের কক্ষে তখন অনার্সের পাঠদান চলছিল। পাশের কক্ষ থেকে শিক্ষক এসে সবুজকে গান গাইতে নিষেধ করেন। সবুজ ওই শিক্ষকের কথায় কর্ণপাত না করে আবার গান গাইতে থাকে। তখন শিক্ষক বিষয়টি অধ্যক্ষকে গিয়ে বলেন।
অধ্যক্ষ এসে সবুজকে গান গাইতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সবুজ অধ্যক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে। একপর্যায়ে অধ্যক্ষ সবুজকে একটি চড় মারেন। এ সময় সবুজও অধ্যক্ষকে পাল্টা কিল-ঘুষি মারতে থাকে। এর পর সবুজের ডাকে আরো কিছু ছাত্র এসে অধ্যক্ষকে কিল-ঘুষি মারে। এ সময় অধ্যক্ষের ওপর ইট ও চেয়ার ছুড়ে মারে তারা। পরে শিক্ষক-শিক্ষার্থীরা এসে অধ্যক্ষকে উদ্ধার করে। আর সবুজ ও তার সঙ্গীরা পালিয়ে যায়।
কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ-আল মামুন জানান, শিক্ষার্থী সবুজ ছাত্রলীগের কোনো নেতাকর্মী নয়, তবে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা জানায়, সবুজ ও তার সঙ্গে থাকা ছেলেদের ছাত্রলীগের বিভিন্ন সময় মিছিল-মিটিংয়ে দেখা গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে সবুজকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান ওসি।