জালাল হত্যার আসামি সোহেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যবসায়ী জালাল হত্যা মামলার প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর সায়েদাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টায় আদমজীনগর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, গত মাসের ১৪ তারিখ রূপগঞ্জের মীরকুটির এলাকা থেকে সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ী জালাল মিয়াকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাঁকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় পাশের গ্রামের নির্জন এলাকায় ফেলে যায়। এলাকাবাসী জালালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার লতিফ আরো জানান, জালাল হত্যার কয়েক মাস আগে তাঁর ছেলে বাবুকেও হত্যা করে সোহেল গ্রুপের সন্ত্রসীরা। ওই হত্যা মামলার আসামি লেদা ফারুক, সবুজ, সেলিম, মোহাম্মদ আলী, তাওলাদ, রশিদসহ অন্যরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও চাপ দিয়ে আসছিল বাবুর পরিবারকে। ছেলে হত্যা মামলা তুলে না নেওয়ায় জালালকে হত্যা করা হয়েছে।