ইউটিউবার জিসানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১, মোটরসাইকেল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত ইউটিউবার জিসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামি ইমতিয়াজ লিমনকে (২০) গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় যান ইউটিবার জিসান (১৮) ও তার বন্ধু ফয়সাল (২২)। তারা নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যান। পরবর্তীতে রাত ২টার দিকে জিসান ও ফয়সাল কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা তিনজন দুষ্কৃতকারী তার মোটসাইকেলের গতিরোধ করে থামায়। ওই তিনজন দুষ্কৃতকারীর মধ্যে দুজন তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে জখম করে। অপর বন্ধু ফয়সাল দুষ্কৃতকারীদের বাধা দিলে তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুষ্কৃতকারীরা ভিকটিম জিসানের আইফোন-১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে দ্রুত ঢাকাগামী রাস্তা ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী জিসান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানালে তা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করা হয়। সংবাদ প্রাপ্তির ১০ মিনিটের মধ্যে ভুলতা পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জের টিম এবং রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও তার বন্ধুকে উদ্ধার করে ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায়। ডিকেএমসি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদের সেখানে অ্যাম্বুলেন্সযোগে পাঠায়। ঘটনাস্থল হতে রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদের একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিম জিসান বাদী হয়ে একটি মামলা করলে রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম আরও জানান, পরে অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমনকে (২০) গাজীপুরের কাশিমপুর থানা এলাকার বারেন্ডা থেকে গতকাল গ্রেপ্তার করা হয়৷আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ও আরও দুজন এই ছিনতাই কাজে জড়িত মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তি ও তথ্যমতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বেপারীপাড়া সাকিনস্থ ভুলতা গাউছিয়া টু আড়াইহাজারগামী রাস্তায় বিনাইরচর সেতুর পশ্চিম পাশে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং মামলার মূল ঘটনাস্থল রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার কৃশাবো সাকিনস্থ পাকা রাস্তার পশ্চিমপাশে কিনারা হতে গত ২০ সেপ্টেম্বর ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়—তারা রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট রোডসহ ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তারা মহাসড়কে দামী মোটরসাইকেল ও নারী যাত্রী থাকা বাইকারদের টার্গেট করে ধাওয়া দেয় এবং পথরোধ করে চালককে অতর্কিত হামলা চালিয়ে জখম করে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।