হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
খুলনা মহানগরীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে নগরীর হরিণটানা থানার মুহাম্মদনগর এলাকায় ইমরান হোসেন সজীবকে (৩১) হত্যা করে পালিয়ে যায় খুনিরা।
খুলনা মেট্রোপিলটন পুলিশ (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব ওই এলাকারই বাসিন্দা। তাঁর বাবা নজরুল ইসলাম দাবি করেছেন, সজীব যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে যুবলীগ বিষয়টি অস্বীকার করেছে।
নজরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের লোকেরা সজীবের ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপে সজীবের একটি হাত দেহ থেকে বিছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সজীবের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। কিছুদিন আগেই সে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ শামীম এনটিভি অনলাইনকে জানান, সজীব যুবলীগের কর্মী কি না, তা তিনি জানেন না।
তবে স্থানীয় গল্লামারী এলাকার যুবলীগকর্মী হাফিজুর রহমান দাবি করেন, সজীবের বাবা বিএনপি পরিবারের সদস্য।