স্কুলপোশাক না পরায় বেত্রাঘাত, ছাত্র অসুস্থ

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলপোশাক না পরায় শিক্ষকের বেত্রাঘাতে মুন্সী আবির হোসেন নামের এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুনির হোসেন ছাত্রকে বেত্রাঘাত করেছেন। তিনি এনটিভির কাছে বিষয়টি স্বীকার করেছেন।
আজ শনিবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আহত ছাত্রের বাবা মো. আশরাফুজ্জামান মিল্টন লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেন, স্কুলের পোশাক না পরায় শিক্ষক মুনির হোসেন গত বৃহস্পতিবার তাঁর সন্তান আবিরকে ১২টি বেত্রাঘাত করে মারাত্মক আহত করেছেন।
লিখিত অভিযোগে এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করা হয়েছে।
জানতে চাইলে শিক্ষক মুনির হোসেন বলেন, ‘স্কুলের ইউনিফর্ম না পরায় আবিরকে কয়েকটি বেত্রাঘাত করেছি শিক্ষকের অধিকারে।’
প্রধান শিক্ষক এস এম রফিকুল আলা জানান, অভিভাবকের অভিযোগে শিক্ষক মুনির হোসেনকে মৌখিক সতর্ক করা হয়েছে।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী জানান, ওই ছাত্রের অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।