সভাপতি মুজিবুল, সম্পাদক এনামুল
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মুজিবুল হক ও সাধারণ সম্পাদক পদে এনামুল হক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নির্বাচন কমিশনার ও মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী নির্বাচনের ফল ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে একটানা ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে মোট তিন হাজার ৩৯৮ ভোটারের মধ্যে দুই হাজার ৮৫৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মুজিবুল হক এক হাজার ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০-দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের কফিল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ১৯ ভোট। এক হাজার ২২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের প্রার্থী এনামুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দিন পেয়েছেন ৯০৬ ভোট।
আইনজীবী ঐক্য পরিষদে আবুল কালাম আজাদ এক হাজার ১০৩ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এক হাজার ২২৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আফাজুর রহমান।
এ ছাড়া পাঠাগার সম্পাদক পদে শওকত আউয়াল চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাসান মাহামুদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। সদস্যপদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মাশকুরা বেগম মেরী, মোহাম্মদ রবিউল হোসেন নয়ন ও রফিকুল আলম।
অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে এক হাজার ৫৮ ভোট পেয়ে সহসম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতীক কুমার দেব। অর্থ সম্পাদক পাপড়ি সুলতানা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এম এম সিরাজউদ্দৌলা, নির্বাহী সদস্যপদে মোশারফ হোসেন, এ এইচ এম রায়হানুল আলম, ফিরোজ উদ্দিন, তারেক মমতাজ বেগম মুক্তা, জিনাত সোহানা চৌধুরী, কমল কান্তি দত্ত ও দিদারে আলম নির্বাচিত হয়েছেন।
এবার তিনটি প্যানেল থেকে মোট ৪৯ প্রার্থী নির্বাচনে অংশ নেন। দলীয়ভাবে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। তবে সমমনা আইনজীবী সংসদের ১১ প্রার্থীর একজনও নির্বাচিত হতে পারেননি।