ফার্নেস তেল মিশছে কর্ণফুলীর পানিতে
চট্টগ্রামের বোয়ালখালী বেঙ্গুরা এলাকায় রেলওয়ের একটি সেতু ভেঙে ইঞ্জিনসহ তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন খালে পড়ে যাওয়ার একদিন পর ওয়াগনের ফার্নেস তেল খালের পানি হয়ে এখন মিশছে কর্ণফুলী নদীর পানিতে।
আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তবে নদী থেকে ফার্নেস তেল শুষে বা সরিয়ে নেওয়ার কোনো যন্ত্র পরিবেশ অধিদপ্তরের কাছে নেই বলেও জানান তিনি।
অবশ্য আজ সকালে ওয়াগন থেকে শ্যালো মেশিনের মাধ্যমে ফার্নেস তেলের ট্যাংক পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে গতকাল শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর এখনো স্বাভাবিক হয়নি চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ট্রেন যোগাযোগ।
গতকাল শুক্রবার দুপুর দেড়টায় বোয়ালখালী বেঙ্গুরা ও পটিয়ার দলঘাট এলাকার ২৪ নম্বর সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর পর্যন্ত দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও তেলবাহী ওয়াগন ওঠানো যায়নি।
ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন ও দায়িত্ব অবহেলার দায়ে দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আহত ট্রেনের লোকোমাস্টার মো. জাফর ও শহিদকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেলভর্তি আটটি ওয়াগন নিয়ে ট্রেনটি যাচ্ছিল। প্রতি ওয়াগনে ২৬ হাজার ৯৬২ লিটার ফার্নেস অয়েল ছিল বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ও সিনিয়র উপসহকারী প্রকৌশলী আকতার ফেরদৌসকে বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। রেললাইন মেরামত করে দ্রুত ইঞ্জিনসহ তেলের ওয়াগন উদ্ধার করা হবে বলে জানান তিনি।
বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক জানান, রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও ওয়াগন উদ্ধারে দুদিন সময় নিয়েছে।
এর আগে গতকাল চট্টগ্রাম বন্দর থেকে ফার্নেস তেলবাহী ট্রেনটি দোহাজারী পিকিং প্ল্যান্টে যাওয়ার পথে ইঞ্জিনসহ তিনটি ওয়াগন দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্য ও বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।