উসকানিমূলক পোস্ট সরিয়ে ফেলতে ফেসবুককে অনুরোধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/10/photo-1491824812.jpg)
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে উসকানিমূলক পোস্ট দ্রুত সরিয়ে ফেলতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ সোমবার সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন ইস্যুর অগ্রগতির বিষয়ে আলাপকালে এসব কথা বলেন তারানা হালিম।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতারোধে সামাজিক যোগাযোগমাধ্যম দৃশ্যমান কর্মসূচি হাতে নেবে ফেসবুক কর্তৃপক্ষ।
তারানা হালিম বলেন, সংসদ সদস্যদের ফেসবুক পেজ ভেরিফায়েড করা হবে। আর উসকানিমূলক কোনো কিছু সঙ্গে সঙ্গে বাদ দেওয়ার কোনো অপশন যুক্ত করা যায় কি না, তার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।