ফেসবুককে বাংলাদেশ বিষয়ে ডেস্ক করার প্রস্তাব দেব : তারানা
ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশ বিষয়ে ডেস্ক করার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটছে। এ বিষয়টি তুলে ধরে ভেরিফিকেশন নীতি অনুসরণ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পেশ করা হবে। তিনি বলেন, ‘আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে বাংলাদেশ বিষয়ে একটি পৃথক ডেস্ক খোলার জন্য প্রস্তাব দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে আমরা আন্তমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি।’
প্রতিমন্ত্রী তারানা বলেন, ‘আমরা গত তিন বছরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেসব অভিযোগ করেছিলাম। এর মধ্যে তারা বেশ কিছু অভিযোগের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এটি একটি ইতিবাচক দিক।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থানের বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও এসেছে। এটি একটি মারাত্মক সমস্যা। এ সমস্যা সমাধানের জন্য আমরা উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ একটি পৃথক ডেস্ক খুললে সেখান থেকে সব কিছু পর্যালোচনা করা সম্ভব হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিবাদ ও মৌলবাদ উত্থানরোধে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া না দিলে পুনরায় ফেসবুক বন্ধ করে দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক বন্ধ করার চিন্তা সরকারের নেই।