পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে রেল চলাচল শুরু হবে : রেলমন্ত্রী
পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
urgentPhoto
আজ শনিবার সকালে ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশনে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে রেলমন্ত্রী এ কথা জানান।
মুজিবুল হক বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল চলাচল শুরু হবে। আর এ লক্ষ্যে প্রথম পর্যায়ে ঢাকা-মাওয়া-পদ্মা সেতু-জাজিরা-ভাঙ্গা রেললাইন নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ভাঙ্গা-নড়াইল-যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ।
রেলমন্ত্রী জানান, এরই মধ্যে পুকুরিয়া-ফরিদপুর পর্যন্ত রেলপথ পুনঃস্থাপন করা হয়েছে এবং ফরিদপুর ভাঙা অংশে রেলপথ নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।