মিথ্যা মামলায় খালাস পেলেন আলহাজ্ব মোসাদ্দেক আলী
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল খারিজ করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে চার সদস্যের বেঞ্চ এ চূড়ান্ত রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।
আলহাজ্ব মোসাদ্দেক আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের পক্ষে ছিলেন সারওয়ার আহমেদ।
খন্দকার মাহবুব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, এ রায়ের ফলে প্রমাণিত হলো ওয়ান ইলেভেনের সময় ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুদক মিথ্যা মামলা করেছিল। রাজনৈতিক নেতাদের ওই সময় হেয়প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাদের কারাবন্দি করা হয়। এর আগে হাইকোর্ট বিভাগ তাঁর সাজা মওকুফ করেন। আজ আপিল বিভাগও সাজা মওকুফের রায় বহাল রাখেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুদক আইনে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার শুনানি শেষে ঢাকার ৬ নং স্পেশাল জজ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ২০০৮ সালের ২ জুন রায় দেন। ওই রায়ে নিম্ন আদালত আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে পরে হাইকোর্টে আপিল করেন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ ২০১৩ সালের ২২ মে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস প্রদান করেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। আপিলের শুনানি গ্রহণ করে হাইকোর্টের বেকসুর খালাসের রায় বহাল রেখে আজ রায় দেন আপিল বিভাগ।