ওমানে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ ৩ বাংলাদেশি নিহত
ওমানে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মাসুদ আলম (৩০) ও জুয়েল রানা (২৫)। নিহত আরেকজনের নাম জাহাঙ্গীর। তাঁদের লাশ ওমানের নিজওয়া হাসপাতালে রাখা হয়েছে।
আহত ব্যক্তির নাম জসিমউদ্দিন। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কমলনগরের বাসিন্দা ওমানপ্রবাসী শোয়াইব হোসেন সোহাগ মুঠোফোনে নিহতদের পরিবারের সদস্যদের জানিয়েছেন।
সোহাগ জানান, মঙ্গলবার রাতে ওমানের মেজওয়া শহরের কাছে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভাইসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় ওই চারজন একই প্রাইভেটকারে ছিলেন।
এদিকে নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুল হক দুই নাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ ও জুয়েলের বাবা সাহাবউদ্দিন বলেন, দুই বছর আগে তাঁর দুই ছেলে ওমানে যান।
আহত জসিমউদ্দিনের বড় ভাই জহির উদ্দিন বলেন, প্রথমে শুনেছি জসিম নিহত হয়েছে। এখন শুনছি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাঁচ মাস আগে ধার-দেনা করে ছোট ভাইকে ওমানে পাঠিয়েছেন বলে উল্লেখ করেন জহির।