কাঁদলেন প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423646610.jpg)
অবরোধ-হরতালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছে দুই বছরের শিশু জুঁই আকতার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে। প্রায় সারা শরীরেই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শিশুটি শুয়ে আছে হাসপাতালের বিছানায়। আজ বুধবার বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে তার পাশে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কষ্ট দেখে প্রধানমন্ত্রী কেঁদে ফেলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন দগ্ধ মানুষের সঙ্গে কথা বলেন। কাউকে জড়িয়ে ধরে, কারো মাথায় হাত বুলিয়ে তিনি সান্ত্বনা দেন। একসময় প্রধানমন্ত্রী শিশু জুঁই আকতারের শয্যার পাশে দাঁড়ান। হাত ধরে সান্ত্বনা দেন তাকে। প্রায় সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা জুঁই ব্যথায় কঁকিয়ে ওঠে। কেঁদে ফেলে। সেই কান্না সংক্রমিত হয় প্রধানমন্ত্রীর মাঝেও।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিচার যেভাবে হয়, এসব সন্ত্রাসের হুকুমদাতা, অর্থের জোগানদাতা ও যারা করছে, তাদের বিচারও সেভাবেই হবে।