শিমুল বিশ্বাসসহ ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
রাজধানীর ওয়ারী থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ বিচারক এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তাপস জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১১ জনের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় একই দিনে ওয়ারী থানা পুলিশ মামলাটি দায়ের করে।
পরবর্তী সময়ে ২০১৬ সালের ৭ জুলাই ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আমানসহ ২১ জন জামিনে রয়েছেন।