পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস
পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে শিমুল বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও ১নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।