জয়পুরহাটে দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
জয়পুরহাট জেলার দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মোট ১১ সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ছযজন ও জয়পুরহাট-২ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুসারে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, স্বতন্ত্রপ্রার্থী জালাল উদ্দিন মণ্ডল, আতাউর রহমান ও মো. ঈসা আলেক।
জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, স্বতন্ত্রপ্রার্থী সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মো. আব্বাস আলী ও সিরাজুল ইসলাম।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট