বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত দুই
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের সহকারী ও এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জানান, ভোর ৬টায় রংপুর থেকে ছেড়ে আসা পিকআপ বাঘোপাড়া এলাকায় পৌঁছালে সেখানে উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-১৩১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের সহকারী আসাদুজ্জামান (২৫) ও পথচারী রাহেলা (৫৫) নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আসাদুজ্জামান জয়পুরহাট জেলার কুমার গ্রামের এবং রাহেলা সদর উপজেলার শেখেরকোলা গ্রামের বাসিন্দা।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া