ঝিনাইদহ পৌরসভায় ৭১ কোটি টাকার বাজেট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/23/photo-1435059715.jpg)
আজ মঙ্গলবার সকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে মেয়র সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ছবি : এনটিভি
ঝিনাইদহ পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৭১ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় কমিউনিটি সেন্টারে মেয়র সাইদুল করিম মিন্টু এ বাজেট ঘোষণা করেন। নাগরিকদের ওপর নতুন কর আরোপ ছাড়াই এ বাজেট করা হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি টাকা। এ সময় রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। বাকি টাকা সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। এ ছাড়াও পৌর কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।