গাজীপুরে অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের বাধা

এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার বেলা ১১টায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং এনটিভি দর্শক ফোরামের যৌথ উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। ছবি : এনটিভি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টায় টেলিভিশন সাংবাদিক ফোরাম ও এনটিভি দর্শক ফোরামের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন শুরু হয়। এর কিছুক্ষণ পরই পুলিশ এসে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয়।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ওপরের নির্দেশে মানববন্ধন কর্মসূচি করতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত সাংবাদিক, আইনজীবীরা ব্যানার কেড়ে নেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।