লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। তাঁকে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে পৃথক ঘটনায় একই সময় সদরের চরমনসা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ছয়জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামী লীগ নেতা ফজলুল জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় দেলোয়ার নামের স্থানীয় এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তাঁর হাত, পা, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এ ছাড়া চরমনসা গ্রামের মারামারির ঘটনায় আহত আব্বাস ও তাঁর লোকজন চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। এ সময় প্রতিপক্ষ জাফর ও জসিম হাসপাতালে এসে তাঁদের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোর্শেদ জানান, আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে হাসপাতালে মারামারির ঘটনায় জাফর ও জসিম নামের দুজনকে আটক করা হয়েছে।