যারা মাইরা খাইছে তাগো ভোট দিলে ঠেকা থাকবেন

নৌকায় ভোট না দিয়ে যারা জনগণের অর্থ লুটপাট করে পালিয়ে গেছে তাদের ভোট দিলে ভোটাররা আল্লাহর কাছে ঠেকা থাকবেন।
আজ রোববার জামালপুর বৈশাখী মেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই মন্তব্য করেন। মন্ত্রী অনুষ্ঠানে জামালপুর কালচারাল ভিলেজসহ ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে একটা বলিষ্ঠ ভূমিকা যদি না রাখতেন বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকারে পরিণত হতো। উনি বলিষ্ঠ ভূমিকা রাইখা নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দেশে কোনো তৃতীয় শক্তি বাংলাদেশে আসতে পারেনি।’
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘একটা দল জাতিকে ভিক্ষুক বানাতে চায়। আর আরেকটা দল যার নেত্রী হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা, সে ভিক্ষা দিতে চায়। কাকে ভোট দিবেন? যে ভিক্ষা দিবেন তাঁরে দিবেন, নাকি যে ভিক্ষুক বানাবেন তাঁরে দিবেন। এত অর্জন যে দলের, এত অর্জন যেসব এমপি মহোদয়দের, তাদের ভোট দিবেন না! ভোট দিবেন যারা মাইরা মুইরা খাইয়া পলান দিছে তাগো দিবেন? এ রকম করলে তো আল্লাহর কাছে ঠেকা থাকবেন।’
এলজিআরডি মন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেন, ‘একমাত্র রাষ্ট্রপ্রধান যে দিন তারিখ ঠিক কইরা উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। উনি বলছেন, ২০২১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। মধ্যম আয়ের দেশে পরিণত হব। ২০৪১ সালের যখন দেশ প্লাটিনাম জুবিলি পালন করবে তখন আমরা ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হব।’
জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।