‘পরীক্ষায় কথা বলতে নিষেধ করা’য় অধ্যক্ষের কার্যালয়ে তালা
‘পরীক্ষার হলে কথা বলতে নিষেধ করা’য় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপাধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক ওই কক্ষে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকেন।
আজ রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, আজ এইচএসসি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে মাহমুদুল হাসান পাবেল নামের এক শিক্ষার্থীকে কথা বলতে নিষেধ করেন প্রভাষক আলিমুজ্জামান রিংকু। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হন। জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ নেতাকর্মীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে অধ্যক্ষের কক্ষে যান।
এ ছাড়া ছাত্রলীগের তিনকর্মী অধ্যক্ষকে শ্রেণিকক্ষে যাওয়ার জন্য বলে তারা বের হয়ে যান।
এর কিছুক্ষণ পর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নিশানের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। একঘণ্টা পর ওই তালা খুলে দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, এক শিক্ষার্থীকে মারধর এবং ছাত্রলীগ নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আলিমুজ্জামান রিংকু জানান, ছাত্রলীগ নিয়ে কটূক্তির বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। পরীক্ষা কেন্দ্রে কথা বলতে ওই ছাত্রকে নিষেধ করা হয়েছিল। এর বেশি কিছু হয়নি।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের বক্তব্য পাওয়া যায়নি।
গত এক বছরে বিভিন্ন অভিযোগে কলেজের প্রশাসনিক কার্যালয় ও একাডেমিক ভবনে বেশ কয়েকবার তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।