ঝিনাইদহ বিসিক শিল্পনগরে অবৈধ বড়ি উৎপাদন
ঝিনাইদহ বিসিক শিল্পনগরের মামস্ ফার্মা নামের একটি ওষুধ কারখানা থেকে অবৈধভাবে প্রস্তুত করা বিপুল যৌন উত্তেজক বড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয় ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ জানান, ঝিনাইদহ বিসিক শিল্পনগরে মামস্ ফার্মা নামের একটি প্রতিষ্ঠান ওষুধ তৈরির লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে কেমিস্ট ছাড়াই অবৈধভাবে ভি-এগ্রাসহ নানা নামে বাহারি রঙের মোড়কে যৌন উত্তেজক বড়ি তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জব্দ করা হয় বিপুল যৌন উত্তেজক বড়িসহ মালামাল । অবৈধভাবে ওষুধ প্রস্তত করার দায়ে কারখানার মালিক শামসুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে কারখানাটি সিলগালা করে দেন আদালত।
কারখানাটির মালিক শামসুজ্জামানের বাড়ি শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে।