বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/25/photo-1435206732.jpg)
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৩৮)। তিনি গরু ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বাড়ি নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল পশ্চিমপাড়ায়।
১৪ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বুধবার রাতে ১৪-১৫ ব্যবসায়ী গরু আনতে ভারতে প্রবেশ করে। আজ ভোরে গরু নিয়ে সীমান্তের ২৩২ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার পথে ভারতের টেক্কাপাড়া বিএসএফের হাতে ধরা পড়েন জহুরুল। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে শারীরিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে। পরে লাশ বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে যায়।
১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, সকালে হাপানিয়া সীমান্ত এলাকা থেকে জহুরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহটি পরিবারের লোকজন নিয়ে গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ টহল দল পাঠানো হয়েছে। বিজিবির অধিনায়ক বলেন, বিএসএফের গুলি ছোড়ার কারণ উদঘাটন করে জোর প্রতিবাদ জানানো হবে।