জয়পুরহাটে বাস ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২১ জন আহত হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচশিরার শিমুলতলী সেতুর কাছে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক ফরিদ উদ্দিন (৫১) এবং যাত্রী আব্দুল মান্নান (৪৭)। উভয়ই উপজেলার সরাইল গ্রামের বাসিন্দা । তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাহিরা এন্টারপ্রাইজের বাসটি জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পাঁচশিরার শিমুলতলী এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার সড়াইল মহল্লার শামিম ও মাজেদ, বোড়াই গ্রামের ববিতা ও খোরশেদ, পাঁচশিরা বাজারের রবিউল ও রেজা, কালাই সদরের বেলাল, রাঘবপুর গ্রামের তোতা, বহুতি গ্রামের ফিরোজ, ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের জাকের, বুড়াইল গ্রামের সবেদা, বগুড়ার সেউজগাড়ীর ময়না, নওগাঁ জেলার ধামুরহাটের রাঙ্গামাটি গ্রামের মোতাহার এবং টাঙ্গাইল জেলার মধুপুরের জলিল ও হাওয়া বেগম।