ঘটনার দিনের ফুটেজ নেই ‘হোটেল রেইনট্রি’তে
ধর্ষণের শিকার হওয়া দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগ, তাঁরা রাজধানীর একটি হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ‘রেইনট্রি’ নামে ওই হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছে। তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট ওই দিনের ফুটেজ নেই।
আজ মঙ্গলবার সাংবাদিকদেরও একই কথা জানান হোটেলের কর্মকর্তা ফারজানা আরা রিমি। দুই ছাত্রীর অভিযোগ, গত ২৮ মার্চ ওই হোটেলে ধর্ষণের শিকার হন তাঁরা।
ফারজানা আরা রিমি বলেন, ‘সিসিটিভি ফুটেজ আমরা এক মাসের জন্য সরবরাহ করি। এটা ইউএনডিএসএসের সার্টিফিকেট অনুযায়ী। এক মাসের ওপরে আমাদের কাছে কোনো ফুটেজ থাকে না।’
ফারজানা আরা রিমি আরো বলেন, ‘পুলিশ তদন্ত করছে। আমরা তদন্তের ওপর বিশ্বাসী। আমরা সব রকম তথ্য দিয়েছি যেগুলো ওনারা চেয়েছেন।’
এদিকে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। এদিকে ওই আসামির অবস্থানের বিষয়ে সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি গাড়িতে বসেছিলেন। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকদের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত বাড়ি ছেড়ে যান তিনি।
গত শনিবার রাতে পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই ছাত্রী। মামলার অন্য আসামিরা হচ্ছেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ ও বিল্লাল। অন্যজনের নাম উল্লেখ করা হয়নি।
ওই দুই ছাত্রীর অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে গত ২৮ মার্চ মামলার আসামিরা তাঁদের হোটেল রেইনট্রিতে ডেকে আনে। পরে তাঁরা ধর্ষণের শিকার হন।