বুথে ডাকাতির চেষ্টা, আটক ৩

খুলনা নগরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আল আমিন (৩০), মোহন মণ্ডল (৩৫) ও আবদুস সবুর (৪৫)।
আজ শুক্রবার বেলা ১১টায় খুলনা মহানগরীর রয়েল মোড়ের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গেলে নিরাপত্তা প্রহরীর চিৎকার শুনে ধরা পড়েন ওই তিনজন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত বেসরবারি প্রতিষ্ঠান গ্রুপ ফোরের (জি-৪ এস) পরিচয় দিয়ে ওই তিনজন কাজ করার কথা বলে এটিএম বুথে প্রবেশ করেন। এরপর নিরাপত্তা প্রহরী রবিউল ইসলামকে শাটার বন্ধ করে দিতে বলেন। রবিউলের সন্দেহ হওয়ায় তিনি পরিচয়পত্র দেখতে চান। তাঁরা পরিচয়পত্র না দেখিয়ে রবিউলকে মারধর করেন এবং শাটার টেনে দেন। একপর্যায়ে রবিউলের চেঁচামেচি টের পেয়ে আশপাশের লোকজন এসে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়।
বুথের নিরাপত্তা প্রহরী রবিউল ইসলাম বলেন, ‘তাঁরা তিনজন বুথে প্রবেশের পর আমার সন্দেহ হয়। আমি তাঁদের কাছে পরিচয়পত্র চাইলে তাঁরা বলে, আমাদের চিনিস না? তোর চাকরি করার অধিকার নেই বলে শাটার টেনে আমাকে মারধর করেন।’
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আটক ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।