ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী
দেশকে এগিয়ে নিতে বিদ্যুতের প্রয়োজন রয়েছে, তাই বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শনিবার দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার পরমপাশায় পাঁচ মেগাভোল্টের ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এসব কথা বলেন।
সরকার ২০১৮ সালের মধ্যে সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দেবে জানিয়ে আমির হোসেন আমু বলেন, একদিকে যেমন রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়ন করা হচ্ছে, তেমনিভাবে আজকে বিদ্যুতেরও উন্নয়ন হচ্ছে।
সরকারের ‘ডিজিটাল বাংলাদেশের’ সুবিধা আজ সব শ্রেণির মানুষ ভোগ করছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে ই-সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের মানুষ সেবা পাচ্ছে।
শিল্পমন্ত্রী আরো বলেন, সবদিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎসাশ্রয়ী সোলার প্ল্যান্ট প্রকল্প হাতে নিয়েছেন। অপরদিকে তৃণমূল পর্যায়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে জনগণের দ্বারপ্রান্তে তা সরবরাহ করছেন।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. এমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন সমিতির বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল জব্বার, পিরোজপুর ও ঝালকাঠি জোনের নির্বাহী প্রকৌশলী মো. আজিজুস সালাম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। আজ শনিবার থেকেই ১০ হাজার ৫৫৭ জন গ্রাহক এ উপকেন্দ্রটির মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাবেন।