ঝড়ো বাতাসে বান্দরবানে ভাঙল গাছপালা-বিদ্যুতের খুঁটি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/15/photo-1494855396.jpg)
বান্দরবানে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাসে আজ সোমবার সকালে বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে উপড়ে পড়ে। এতে বান্দরবানের সঙ্গে রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ সাড়ে ছয় ঘণ্টা বন্ধ ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যায় বান্দরবানে। বৃষ্টির সময় ঝড়ো বাতাসে জেলা শহরের বালাঘাটা ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ এলাকায় রাস্তার ওপর বড় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে এবং বিদ্যুতের খুঁটি ও তার সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ করেন। বিকেল ৪টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু বলেন, ঝড়ো বাতাসে বালাঘাটার বিভিন্নস্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তার ওপর পড়েছে। বালাঘাটা-চন্দ্রঘোনা সড়কের ক্যান্ট. পাবলিক এলাকায় সড়কে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তা থেকে ভেঙে পড়া গাছপালা সরানোর পর বিকেল ৪টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বৃষ্টি ও ঝড়ো বাতাসে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে উপড়ে পড়ে বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।