জাবির পাঁচ ছাত্র সাময়িক বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শিকদার মো. জুলকার নাইনকে মারধরের ঘটনায় তাঁদের বহিষ্কার করা হয়।
গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত ছাত্ররা হলেন রিয়াদ, সনেট, মাফি, সুমন ও ত্বকি। তাঁরা মার্কেটিং বিভাগে বিভিন্ন বর্ষে পড়ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল মার্কেটিং বিভাগের ছাত্র রিয়াদ সেমিস্টার পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান। বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলকার নাইন তাঁকে ভিসির বাসভবনের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিক্ষকের নাকে আঘাত করেন তিনি।
এ ঘটনায় রিয়াদ ও সনেট নামের দুজনকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জানান, রিয়াদ তাঁদের কর্মী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রের নাম ডিসিপ্লিনিয়ারি বোর্ডে আলোচনা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় পাঠানো হয়েছিল। সিন্ডিকেট সভায় তা আবার আলোচনা করে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।’
এই পাঁচ ছাত্রকে বহিষ্কারের ঘটনায় আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করার কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান প্রক্টর।