রেইনট্রি হোটেলকে দেওয়া নোটিশ স্থগিত
বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেওয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী বিচারপতিদের নাম প্রকাশ নিষেধ রয়েছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষের আইনজীবী আহসানুল করিম।
আদালতে রেইনট্রি হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
এর আগে গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হয়ে তাঁর হোটেলে পাওয়া মদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহ মোহাম্মদ আদনান হারুন।