মিষ্টির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, শিশু আহত
কুমিল্লার চান্দিনার ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই বাসা শিশু জিহাদের (৯)। ঘুম থেকে উঠে সকাল পৌনে ৮টার দিকে দাঁত মাজতে মাজতে ঘর থেকে বেরিয়েছিল সে। বাসার সামনে একটি মিষ্টির প্যাকেট দেখে আগ্রহী হয়ে তা খুলে দেখতে যায় জিহাদ। আর তখনই ঘটে বিস্ফোরণ।
এদিকে যেখানে ককটেলটি বিস্ফোরিত হয়েছে তার পাঁচশ গজ দূরেই বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিস্ফোরণের ঘটনার পর সভা বন্ধ করে দেয় পুলিশ।
ককটেলের আঘাতে আহত চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জিহাদ স্থানীয় বাসিন্দা মো.বাবুল হোসনের ছেলে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থল থেকে আরো তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বিএনপির কর্মিসভা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
সকাল ১০টা থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলমের বাড়িতে কুমিল্লা উত্তর জেলার কর্মিসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আউয়াল মিন্টুর। তবে পুলিশের নিষেধাজ্ঞার কারণে সভাটি আজ আর অনুষ্ঠিত হচ্ছে না।
শিশু জিহাদের বড় ভাই মো. জাকির হোসেন জানায়, মিষ্টির প্যাকেটটির ভেতরেই ককটেল রাখা ছিল। জিহাদ সেটি খুলতে গেলেই সেটি বিস্ফোরিত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে এখন জিহাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় জাকির।

কাজী রাশেদ, চান্দিনা