নাশকতার মামলায় পাপিয়ার রিমান্ড নাকচ

হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার হেফাজতের (রিমান্ড) আবেদন নাকচ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী বিএনপি নেত্রীকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাপিয়ার পক্ষে তাঁর আইনজীবী ইকবাল হোসেন রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রিমান্ডের আবেদন নাকচ করে দেন।
বিচারক আদেশে উল্লেখ করেন, পাপিয়া এ মামলায় আগে হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ কারণে রিমান্ডের কোনো যৌক্তিকতা না থাকায় নামঞ্জুর করা হলো।
চলতি বছর ৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় এ মামলা দায়ের করে।
এর আগে গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নাশকতার নয় মামলায় ঢাকার মহানগরের তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।
শুনানি শেষে পল্টন থানার পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তফিজুর রহমান, লালবাগ থানার এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এবং মিরপুর থানার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দিন পাপিয়ার পক্ষে আদালতে জামিন শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও আওয়ামী লীগপন্থী আইনজীবী কাজী নজিবউল্লাহ হিরু।