‘মোরা’য় প্লাবিত নোয়াখালীর নিম্নাঞ্চল
ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল থাকায় জোয়ারের পানি ঢুকে হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া বাতাসের গতিবেগও কিছুটা বেড়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুব আলম তালুকদার জানান, প্রশাসনিকভাবে জেলার তিনটি উপজেলার প্রায় ৩৪ হাজার লোককে ৩১৩টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আরো ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনটি উপজেলার স্থানীয় সরকার বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান ডিসি। তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলার কয়েকটি স্থানের লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এখনো মাইকিং করা হচ্ছে। তৈরি রাখা হয়েছে প্রয়োজনীয় শুকনো খাবার ও পানি এবং নগদ অর্থ। এ ছাড়া জরুরি অবস্থা মোকাবিলার জন্য হাতিয়ায় ১৮টি, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে ১৩টি করে মোট ৪৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।