জেএমবি সদস্য অস্ত্রের তথ্য দেয় : আইজিপি
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পুলিশ আজ শুক্রবার সকাল পর্যন্ত সেখান থেকে ৬২টি চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, ছয়টি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেখানকার একটি বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। মোট আটটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে লেকটির পানি সেচের জন্য পাম্প বাসনো হয়।
এ ঘটনার খবর পেয়ে আইজিপিসহ ঢাকা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় আইজিপি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে জেএমবি সন্দেহে শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ব্লু সিটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরো দুটি অস্ত্র উদ্ধার করা হয়।’
আজ সকালে ৫ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সেখানেই আটটি ব্যাগে থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান আইজিপি। তিনি আরও জানান, তিন মাস আগে অস্ত্রগুলো এনে সেখানে রাখা হয়েছিল।