লংগদুতে হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
রাঙামাটির লংগদুতে পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে পাহাড়ি শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবিগুলো হলো—লংগদু উপজেলায় জুম্মদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তালিকা প্রকাশ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, হামলার ঘটনায় বসতভিটা ছেড়ে অন্য স্থানে আশ্রয় নেওয়া জুম্ম পরিবারগুলোকে প্রশাসনিক নিরাপত্তার মাধ্যমে ফিরিয়ে আনা।
এর আগে পাহাড়ি ছাত্র সমাজের ব্যানারে মারমা, বম, ত্রিপুরা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গ্যা, চাক, খেয়াং জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্যমপাড়া থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পাহাড়ি ছাত্র সমাজের সভাপতি মংথুইখই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপ-সম্পাদক প্রুনুঅং মারমা, ছাত্র অংহ্লাং ম্রো, অনিক তঞ্চঙ্গ্যা, থোয়াইগ্যা জাই চাক, গোপাল চাকমা, রিউলং খুমী, সুশীল ত্রিপুরা প্রমুখ।