ঘরে স্ত্রীর সঙ্গে যুবক, ছুরি মেরে হত্যা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউছুফ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে রিনা বেগম নামের এক গৃহবধূকে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিনা বেগমের স্বামী ইব্রাহীম খলিলকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের লোকজন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরলক্ষ্মী গ্রামের লোকজন ও ইব্রাহীম খলিলদের প্রতিবেশীদের সঙ্গে তিনি কথা বলে জানতে পেরেছেন, রিনা বেগম একই গ্রামের ইউছুফের সঙ্গে পরকীয়া করতেন। একপর্যায়ে বিষয়টি ইব্রাহীম খলিলও জানতে পারেন। তিনি কিছুদিন ঘরের বাইরে ছিলেন। স্ত্রীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরার জন্য তিনি গতকাল দিবাগত রাত ২টার দিকে গোপনে ঘরে ঢুকেন। ঢুকেই দেখতে পান, স্ত্রী রিনার সঙ্গে ইউছুফ। এই দেখে তিনি ইউছুফকে ছুরি মেরে হত্যা করেন এবং স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রিনা বেগমের চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে ইব্রাহীম খলিলকে আটক করে পুলিশে সোপর্দ করে। রিনাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইউছুফ চরলক্ষ্মী গ্রামের বেলাল মাঝির ছেলে। পুলিশ রাতেই তাঁর মরদেহ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, পরকীয়ার জের ধরে ইব্রাহীম খলিলের হাতে ওই যুবক খুন এবং স্ত্রী রিনা বেগম আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার এবং ইব্রাহীম খলিলকে আটক করে।